ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: বিদ্যুৎ বিচ্ছিন্ন করার হুমকি, কী ভাবছেন উৎসবের পরিচালক

থিয়েরি ফ্রেমো (ছবি: টুইটার)
কান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি ফ্রেমো জানিয়েছেন, জলবায়ুকর্মীদের জন্য লালগালিচা উন্মুক্ত। চলমান কয়েকটি আন্দোলনের ডামাডোলের মধ্যেই শোবিজের এই মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার আত্মবিশ্বাস আছে তার। আজ (১৬ মে) কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
ফ্রেমো উল্লেখ করেন, হলিউডের চিত্রনাট্যকার-লেখকদের ধর্মঘট থেকে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনায় আগ্রহী হলে শিল্পীদের সামনে বাধা হবে না কান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পরিকল্পিত পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর ফরাসি সিজিটি পাওয়ার ইউনিয়নের সঙ্গে ইতিবাচক সংলাপ করেছেন তিনি। সংগঠনটি কান শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার হুমকি দিয়েছিলো।
বিগত বছরগুলোতে সিনেমাকে কেন্দ্রবিন্দুতে রাখতে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের কাছাকাছি বিক্ষোভ নিষিদ্ধ করেন আয়োজকরা। তবে অন্তত তিনটি চলমান আন্দোলনের অংশগ্রহণকারীরা আয়োজকদের ওপর এবার কিছুটা হলেও চাপ সৃষ্টি করেছে।
নেটফ্লিক্স এবং ওয়াল্ট ডিজনির মতো হলিউডের হেভিওয়েট প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে পারিশ্রমিক বৃদ্ধির ব্যাপারে নতুন চুক্তি সম্পাদনে ব্যর্থ হয়ে গত ২ মে ধর্মঘট শুরু করে রাইটার্স গিল্ড অব আমেরিকা। অন্যদিকে অবসরের বয়স বাড়ানোর সরকারি পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে উত্তাল ফ্রান্স।

থিয়েরি ফ্রেমো (ছবি: টুইটার)
থিয়েরি ফ্রেমো বলেন, ‘আমরা ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও জলবায়ুকর্মী সিরিল ডিওনের সঙ্গে আলোচনায় বসার প্রক্রিয়ায় আছি। কারণ আগামী ২২ মে জলবায়ু সম্পর্কিত একটি বড় আয়োজন রয়েছে। জলবায়ুকর্মীরা যেন নিজেদের মতপ্রকাশ করতে পারে সেজন্য কানমঞ্চে তাদের স্বাগত জানানো যেতেই পারে।’
ফ্রেমো মানছেন, হলিউডের চিত্রনাট্যকার-লেখকদের ধর্মঘট এবারের উৎসবে কেমন প্রভাব ফেলবে তা এখনই বলা মুশকিল। তবে ধর্মঘটের অধিকারকে তিনি সম্মানের চোখে দেখছেন। তার কথায়, ‘আমরা দেখতে চাই, নিজেদের সিনেমার প্রচারের জন্য কানের টেবিলে বসা অভিনেতা ও লেখকরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চান কিনা। এক্ষেত্রে অবশ্যই আমরা তাদের স্বাগত জানাবো।’
উৎসবের প্রতিষ্ঠাতা সদস্য সিজিটি ইউনিয়নের সঙ্গে আলোচনা ইতিবাচক ছিলো বলে দাবি থিয়েরি ফ্রেমোর। তিনি জানান, এখন পর্যন্ত পূর্বঘোষিত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সংগঠনটির নেই। তার বক্তব্য, ‘কান এমন একটি জায়গা যা ১২ দিন উৎসবের জন্য সুরক্ষিত থাকে। কিন্তু একইসঙ্গে এটাও ঠিক যে, নির্দিষ্ট কিছু নাগরিকের দাবি জানানোর লক্ষ্য থাকে। কারণ প্রতিবাদের মাধ্যমে তাদের বলিষ্ঠ মনোভাবের বিচ্ছুরণ ঘটে।’
যদিও সিজিটি ইউনিয়নের নেতাকর্মীরা কান উৎসবের নির্দিষ্ট এলাকার বাইরে বিক্ষোভ করার পরিকল্পনা জানিয়ে রেখেছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস